মাদারীপুরে ‘শিরক’ আখ্যা দিয়ে শতবর্ষী বটগাছ কর্তনের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ নিয়ে বুধবার (৭ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এতে গাছের মালিকও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, গত ৫ মে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আলমমীর কান্দি গ্রামের কুমার নদের খেয়া ঘাটে ‘শিরক’ আখ্যা দিয়ে স্থানীয় মুসল্লিরা একটি পুরোনো বটগাছ কর্তন করেন।
এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে সমালোচনা শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বটগাছ কর্তন বন্ধ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যক্তি মালিকানাধীন জমির বৃক্ষ জমির মালিক নিজ উদ্যোগে বিক্রি ও কর্তন করতে পারেন। শিরখাড়ার বটবৃক্ষটিও ওই জমির মালিক নতুন বাড়ি করার জন্য পার্শ্ববর্তী শ্রীনদী বাইতুস সুন্নত ক্যাডেট মাদরাসার কাছে জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করেন।
এতে আরও জনানো হয়, এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মাদারীপুর বন কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে প্রধান এবং শিরখাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কবির হোসেন ও শিরখাড়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা আবদুর রাজ্জাককে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে উপজেলা প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, সদর থানার ওসি আদিল হোসেন, মাদারীপুর বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বটবৃক্ষের মালিক সাত্তার হাওলাদার প্রমুখ।