ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০২:২০ পিএম
আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি-রূপালী বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিনকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
শুক্রবার (৯ মে) ভোরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার রুহুল বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ধনপতিখোলা গ্রামের মৃত সুরুজ ব্যাপারীর ছেলে।   

পুলিশ সূত্রে জানা যায়, একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।   

থানায় মামলা ছাড়াও এলাকায় সাধারণ মানুষের ওপর নির্যাতনের অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিছুদিন আগে এই আওয়ামী লীগের নেতা এক যুবককে পিটিয়ে আহত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকায় ব্যাপক সমালোচনা হয়। 

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা হাজতে পাঠানো হয়েছে।