ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৮:২৮ পিএম
ছবি- সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তিকে কেন্দ্র করে গ্রামবাসীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১১ মে) বিকেলে উপজেলার স্থানীয় দুটি মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি নিয়ে দুই মাদ্রাসার মালিকের মধ্যেকার ঘটনার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, ঘটনাস্থলে এখনো পুলিশ অবস্থান করছে। দুপুর থেকে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের দুই শতাধিক মানুষ দফায় দফায় সংঘর্ষে জড়ান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১০ মে) রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা এলাকায় রাবেয়া বসরী মহিলা মাদ্রাসা ও একই এলাকায় জামিয়া সুলতানিয়া রওজাতুল কোরআন মহিলা মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি করাকে কেন্দ্র করে মাদ্রাসা দুটির মালিক মফিজুর রহমান ও ওবায়দুল হকের মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে রোববার (১১ মে) দুপুরে গ্রামের দু’পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, দুই মাদ্রাসার মালিকের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে দুজনের পক্ষ নিয়ে গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।