মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে সিংগাইর উপজেলার দক্ষিণ সাহরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ সাহরাইল এলাকার বাসিন্দা মো. আকরাম হোসেন (৩০), মো. বশির (৪০) ও আমের উদ্দিন (৪০)।
অভিযানটি পরিচালনা করেন মানিকগঞ্জ ডিবি পুলিশের এসআই মো. আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল। পুরো অভিযানটি জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এবং পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের নির্দেশনায় পরিচালিত হয়।
ঘটনার বিষয়ে সিংগাইর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।