হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার ওপর হামলা হয়েছে। এ সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ বলে স্লোগান দেয়।
শুক্রবার (৯ মে) রাত আনুমানিক ৮টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান, সদস্য সাইদুল ইসলাম, রকি ও অন্তর।
হামলার পর আহত অবস্থায় তাদের জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মকর্তারা ও সেনাবাহিনীর একটি দল।
আহতরা জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তারা বাড়িতে ফিরছিলেন এ সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর চড়াও হয়।
আহতদের অভিযোগ, দুর্বৃত্তদের সাথে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক এনামুল হক সাকিব। অনিয়মের কারণে কিছুদিন আগে বহিষ্কার হয়েছেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে সাকিব হামলা চালিয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহিন গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’