শনিবার, ১০ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০১:৪৩ পিএম

বগুড়ায় ১০ মামলার আসামি ঝুমুর সরকার গ্রেপ্তার 

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০১:৪৩ পিএম

বগুড়ায় ১০ মামলার আসামি ঝুমুর সরকার গ্রেপ্তার 

আলোচিত ১০ মামলার আসামি ঝুমুর সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়া শহরের আলোচিত ১০ মামলার আসামি ঝুমুর সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি।
 
শুক্রবার (৯ মে) দিবাগত রাত সোয়া ২টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বগুড়া জেলা গোয়েন্দা ডিবির ওসি ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেছেন।  

ঝুমুর সরকার শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান সরকারের ছেলে। এ ছাড়াও তিনি আলোচিত মতিন কাউন্সিলরের ভাই এবং শহরের অপরাধ জগতের পরিচিত মুখ।

ডিবির ওই কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ০৪ আগস্ট বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ককটেল ও পেট্রল বোমার বিস্ফোরণের পাশাপাশি পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলি করে তারা।

তিনি আরও বলেন, এ হামলায় মো. আ. মান্নান (৭২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর ১১ সেপ্টেম্বর সদর থানায় ধারা-৩০২/৩৪/১০৯/১১৪, বিস্ফোরক আইন ৩/৫/৬ এ মামলা করা হয়। ওই মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন ঝুমুর সরকার।

ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিটসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 
 
উল্লেখ, গ্রেপ্তারকৃত আসামি ঝুমুর সরকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা আব্দুল মতিন সরকার এবং কারাগারে থাকা সাবেক শ্রমিক লীগ নেতা বহুল আলোচিত তুফান সরকারের বড় ভাই। এই পরিবারের সব সদস্যই নানা ভাবে আলোচিত ও সমালোচিত এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

কারাগারে থাকা তুফান সরকারের বিরুদ্ধেও এক ডজনের বেশি মামলা রয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!