ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

গাঁজা চাষের দায়ে অটোরিকশাচালক গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৩:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামের আবুল হোসেন হাওলাদার (৪৭) নামের এক ব্যক্তিকে গাঁজা চাষ ও বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৯ মে) বিকেলে আবুল হোসেন হাওলাদারকে নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী গণমাধ্যমকে জানায়, আবুল হোসেন পেশায় একজন অটোরিকশাচালক। এছাড়াও তিনি বাড়ির পাশের জমিতে শাকসবজি চাষ করেন।

এলাকাবাসী আরও জানান, সবজি ছাড়াও আবুল হোসেন ওই জমিতে গোপনে গাঁজা চাষ করতেন এবং পরে তা বিক্রি করতেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার গণমাধ্যমকে বলেন, ‘আবুল হোসেন হাওলাদার গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত এমন অভিযোগ এসেছিল আমাদের কাছে। তবে পরে জানতে পারি, তিনি সবজি ক্ষেতে গাঁজা চাষ করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাছসহ আটক করা হয়। এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’