ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

সুন্দরবনে ভারত থেকে পুশ-ইন ৭৮ জনকে পাঠানো হচ্ছে মোংলায়

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০১:০৮ পিএম
ভারতের নৌবাহিনী ৭৮ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে। ছবি- সংগৃহীত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িতে ভারত থেকে পুশ-ইন করা ৭৮ জনকে মোংলা বন্দরে নেওয়া হচ্চে। 

রোববার (১১ মে) সকালে তাদের নিয়ে মোংলার উদ্দেশে রওনা হয় কোস্ট গার্ডের জাহাজ স্বাধীন বাংলা।

ধারণ ক্ষমতার অতিরিক্ত হওয়ায় কাঠের ট্রলারে করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। দুপুর নাগাদ তারা মোংলায় পৌঁছাবে বলে জানিয়েছে কোস্ট গার্ড। 

শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়ীয়া এলাকার নদীপথ দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী এ বি এম হাবিবুল ইসলাম।

কোস্ট গার্ড, বিজিবি ও বনবিভাগ সূত্রে জানা যায়, পুশ-ইন করা ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, শুক্রবার রাতে তাদের ভারতের নৌবাহিনী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে নামিয়ে দেয়। তারা ফরেস্ট স্টেশনে এসে আশ্রয় নেন।

কোস্ট গার্ড সূত্র থেকে জানানো হয়, ভারতের গুজরাটের বস্তিতে বসবাস করতেন তারা। ভারতের বৈধ নাগরিকত্ব দেখাতে না পারার কারণে তাদের পুশ-ইন করা হয়েছে।

খবর পেয়ে মংলা কোস্ট গার্ড ঘটনাস্থলে যায়। বন বিভাগ তাদের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। পুশ-ইন করা ব্যক্তিদের সুন্দরবন বিভাগ থেকে খাবার সরবরাহ করা হয়। তাদের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কি হবে, তা কোস্ট গার্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।