ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

ক্ষয়ক্ষতি লড়াইয়েরই অংশ, সব পাইলট নিরাপদে ফিরেছেন: ভারত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৯:৫৩ এএম
ভারত রোববার পর্যন্ত নিজেদের কোনো বিমান ধ্বংস হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক লড়াইয়ে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কি না এ প্রশ্নে ভারতীয় বিমানবাহিনী বলেছে, ‘ক্ষয়ক্ষতি লড়াইয়েরই অংশ।’ তবে বিস্তারিত কিছু জানায়নি। একইসঙ্গে তারা দাবি করেছে, সব ভারতীয় বৈমানিক (পাইলট) নিরাপদে ঘরে ফিরেছেন।

রোববার (১১ মে) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারতীয় বিমানবাহিনীর এক মুখপাত্র।

গত ৭ মে মধ্যরাতে পাকিস্তান দাবি করে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে তিনটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান। পাকিস্তানের সেনাবাহিনীও এই দাবি করেছে, যদিও তারা কোনো ছবি বা ভিডিও প্রমাণ দেখায়নি।

অন্যদিকে ভারত সরকারও রোববার পর্যন্ত নিজেদের কোনো বিমান ধ্বংস হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

তবে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সরকারি সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ওই দিন অন্তত তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

এর আগেই ভারত জানিয়েছিল, তারা পাকিস্তানের ভেতরে ঢুকে নয়টি ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা চালিয়েছে। এই হামলা চলে ২৫ মিনিট ধরে- রাত ১টা ৫ মিনিটে শুরু হয়ে শেষ হয় ১টা ৩০ মিনিটে।

বিশেষজ্ঞরা বলছেন, এত অল্প সময়ে যদি একাধিক যুদ্ধবিমান হারাতে হয়, সেটা ভারতের জন্য বড় ক্ষতি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ওই হামলায় চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, পাকিস্তান ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার একটি ছিল রাফাল। এই ঘটনাটি চীনের যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়েও আলোচনার জন্ম দিয়েছে।