খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে নিরাপদ পাখির আবাসস্থল নির্মাণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় ক্যাম্পাসের মূল ফটকের সামনে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতানের নেতৃত্বে জীব ও বৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে একটি পরিবেশ বান্ধব ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়।
টিপু সুলতান বলেন, ‘তিতুমীর কলেজ ছাত্রদল যে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে তার একটি উদাহরণ আপনারা দেখতেই পাচ্ছেন, যা ক্যাম্পাসের প্রথম নিরাপদ পাখির আবাসস্থল নির্মাণ। নিরাপদ পাখির আবাস্থল এ জন্যই নির্মাণ করা প্রয়োজন যাতে করে পাখিরা তাদের নিরাপদ আবাসস্থল খোঁজে পায়।’
তিনি আরও বলেন, ‘ঢাকা শহরে প্রাকৃতিক পরিবেশ খুবই কম। কয়েকটি বিশ্ববিদ্যালয় আর কয়েকটি ক্যাম্পাস বাদে বাকি সব জায়গায় গাছপালা নিধনের পথে তাই আমি একজন প্রকৃতি ও পাখি প্রেমী হিসেবে আমি প্রকৃতি এবং পাখিদের আবাসস্থল নিয়ে বরাবরই কাজ করে থাকি। আর সেই লক্ষ্যকে সামনে রেখে তিতুমীর কলেজের প্রাঙ্গণে আমরা পাখিদের নিরাপদ আবাসস্থল ও জীব ও বৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে একটি পরিবেশ বান্ধব ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে তিতুমীর কলেজ ছাত্রদল।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু হুজাইফা রকি, যুগ্ন আহ্বায়ক, মেহেদী হাসান মাল, আহ্বায়ক সদস্য, জহুরুল ইসলাম ইয়ামিন, আহ্বায়ক সদস্যসহ তিতুমীর কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।