ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণার দাবি ডাকসু ভিপির

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ১০:৩৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ছবি- সংগৃহীত

শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগকে স্মরণ করে এবং জাতীয় জীবনের বিপ্লবী পরিবর্তনের ঘটনাকে চিহ্নিত করতে ৭ অক্টোবরকে ‘জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণা করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

সাদিক কায়েম লেখেন, “দেশের স্বার্থ রক্ষা ও অন্যায্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদ নির্মমভাবে শহীদ হন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাতে। তিনি জাতীয় ঐক্যের প্রতীক এবং প্রেরণার বাতিঘর।”

ডাকসু ভিপি আরও লেখেন, শহীদ শরীফুজ্জামান নোমানীর শাহাদাত নতুন স্বাধীনতার আকাঙ্ক্ষার জন্ম দিয়েছিল, আর শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ সেই আকাঙ্ক্ষাকে বীজাকারে প্রতিষ্ঠা করে। এর পূর্ণতা আসে শহীদ আবু সাঈদ, শান্ত, ওয়াসিম, মুগ্ধ, আলী রায়হান, তাহির ও নাসিমাদের আত্মত্যাগে, জুলাই বিপ্লবে।

তিনি বলেন, “শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ ও জাতীয় জীবনের বিপ্লবী পরিবর্তনকে স্মরণীয় করে রাখতে ৭ অক্টোবরকে জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস ঘোষণা করতে হবে। রাষ্ট্রীয় উদ্যোগে এ দিবসটি পালন করা হোক।”