আজ রোববার (০৫ অক্টোবর) দুপুরে ৩টায় বজ্রপাতে মৃত্যুবরণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের শিক্ষার্থী।
নিহত রাশেদুলের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘাগুটি ইউনিয়নের ভবানীপুর গ্রামে। তার নিজ এলাকাতেই এ ঘটনা ঘটে।
তিনি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে নেমেছে শোকের ছায়া। এ ঘটনায় শোক জানান বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই তিনি ফেসবুক পোস্টে তার চার বন্ধুর প্রয়াণে মর্মাহত হয়ে পোস্ট শেয়ার করে বলেছিলেন, ‘ইতোমধ্যেই আমার চার বন্ধু আকস্মিকভাবে স্রষ্টার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। জানি না পঞ্চম ডাকটা কার আসে!’ পোস্টে তিনি তার বন্ধুদের কিছু স্মৃতিচারণ করেন। এ ছাড়াও চলতি বছরের ১০ আগস্ট কবরের ছবি শেয়ার করেন, যার ক্যাপশনে ছিল, ‘অথচ নিজের বিছানা ছাড়া ঘুম আসে না।’ আর আজ সেই পঞ্চম ডাকেই স্রষ্টার কাছে চলে গেলেন রাশেদুল ইসলাম।