সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় আলহাজ আলী (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলহাজ আলী উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী মহেশপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি ঘাটিনা রেলগেট অতিক্রম করার সময় ওই ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন।
এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কানে শুনতে পেতেন না। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যায়।
রেলওয়ে পুলিশের উল্লাপাড়া ফাঁড়ির ওসি মো. দুলাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কানে শুনতে পেতেন না। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে বলেও জানান ওসি মো. দুলাল হোসেন।