ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বল আনতে নেমে সুরমায় তলিয়ে গেল মাদ্রাসা ছাত্র

স্টাফ রির্পোটার, সিলেট
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৭:০৬ পিএম
নিখোঁজ আবিরকে খুঁজতে সুরমা নদীর পাড়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয়রা। ছবি- রূপারী বাংলাদেশ

সিলেট নগরীর বেতেরবাজার এলাকায় সুরমা নদীতে পড়ে যাওয়া খেলার বল আনতে গিয়ে আবির (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনার দুদিন আগেও তার আরেকটি বল নদীতে পড়ে হারিয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আবির সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন বেতেরবাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। তার পৈতৃক বাড়ি জাফলংয়ের গোয়াইনঘাটে। স্থানীয় একটি মাদ্রাসায় সে লেখাপড়া করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে আবিরের ফুটবল সুরমা নদীতে পড়ে গেলে সেটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। এতে সে খুব মন খারাপ করে। পরে তার বাবা তাকে নতুন একটি বল কিনে দেন।

মঙ্গলবার মাদ্রাসা থেকে ফিরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নতুন বলটিও নদীতে পড়ে যায়। বলটি আনতে আবির নদীতে নামে এবং প্রথমে সেটি ধরতেও সক্ষম হয়। কিন্তু তীরে ওঠার আগেই আবার বলটি তার হাত থেকে ছুটে যায় এবং স্রোতের টানে দূরে চলে যায়। আবির তা ধরতে গিয়ে পানিতে ডুবে যায়। সে সাঁতার জানত না।

এক প্রত্যক্ষদর্শী জানান, দূর থেকে আবিরকে হাত তুলতে দেখে দৌড়ে এগিয়ে আসলেও ততক্ষণে সে তলিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা নৌকা নিয়ে খুঁজতে শুরু করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

তবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আবিরের কোনো সন্ধান মেলেনি।

ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট প্রধান আবুল হোসেন জানান, স্রোত অনেক বেশি এবং পানির স্বচ্ছতা কম থাকায় খুঁজে পেতে সমস্যা হচ্ছে। তবে তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।