ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

পাবনায় বিলের মধ্যে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৬:৩৫ পিএম
অস্ত্র তৈরির কারখানায় জব্দকৃত অস্ত্র। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের চতরা বিলের গভীরে ‘ময়েজ বাহিনী’-এর গোপন আস্তানায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।

সোমবার (১৮ আগস্ট) বিকাল ৬ টার দিকে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নিয়ামতুল্লাহপুর গ্রামের মোস্তফা প্রামানিকের ছেলে মনির হোসেন এবং সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের খোদায়পুর রাখালগাছি গ্রামের ধরাজ উদ্দিন বিশ্বাসের ছেলে রেজাউল করিম।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চতরা বিল এলাকার ‘ময়েজ বাহিনী’ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ ও পাবনা ডিবি পুলিশ সোমবার (১৮ আগস্ট) বিকাল ৬ টার দিকে চতরা বিলে এই অভিযান চালায়।

এ সময় বিলের মধ্যে লুকানো ঘাঁটি থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, স্থানীয়ভাবে সংগঠিত ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল।

স্থানীয়রা জানান, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।

আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। অভিযান এখনও চলমান।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি একেএম হাবিবুল ইসলাম।