উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৪০ বিলিয়ন ইউএস ডলার বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
রোববার (১১ মে) বিকেলে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌর মাঠে ছাত্রশিবিরের আয়োজনে গণজমায়েত সভায় এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নুরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম সারির নেতাদের তারা শহীদ করেছে। তারা মনে করেছিল—প্রথম সারির কয়েকজন নেতাকর্মীকে শহীদ করতে পারলে জামায়াত-শিবির শেষ হয়ে যাবে। আর এরা শেষ হয়ে গেলে শান্তিমতো যা চাই, তাই করতে পারব।’
তিনি বলেন, ‘তারা ২৪০ বিলিয়ন ইউএস ডলার বিদেশে পাচার করেছে। উন্নয়নের নামে উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়ে তল থেকে সবকিছু নিয়ে চলে গেছে এই দেশের। যুবশক্তিকে সম্পদে পরিণত না করে—এরা দারিদ্র্যময় রাষ্ট্র গঠন করেছে। এক অকার্যকর রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করেছে।’
ছাত্রশিবিরের এই নেতা আরও বলেন, ‘কত অপকর্ম করলে একটি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাইতুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়! এখন একটা ইউনিয়নের নেতাদেরও খুঁজে পাওয়া যায় না। বাপ-দাদাদের নাম করে জনগণের ট্যাক্সের টাকা তারা লুটপাট করে খেয়েছে।’
সভায় চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা শিবিরের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।
আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ড. কেরামত আলী, জেলা আমীর মাওলানা আবু জার গিফারি, সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক লতিফুর রহমান, নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান প্রমুখ।