ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৬:০৩ পিএম
ছবি- সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) উভয় উপজেলায় পৃথক জায়গায় বজ্রপাতের তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ভৈরবের সাদেকপুর ইউনিয়নের ফারুক মিয়া (৬৫) ও ফয়সাল  মিয়া  (২৮) এবং কুলিয়ারচরের হাজারীনগরের কবির হোসেন (২৫)।

জানা গেছে, বিকেল ৩টার দিকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস ও বজ্রপাত শুরু হয়। এ সময় ফারুক, ফয়সাল ও কবির মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই নিশ্চিত করেছেন।