আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আন্তর্জাতিক কোনো প্রতিক্রয়া লক্ষ করা যায়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নিষিদ্ধকরণের বিষয়ে জনগণের সমর্থন ছিল।’
শুক্রবার (১৬ মে) বিকেলে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘আমরা চাচ্ছি আওয়ামী লীগের বিচার ন্যায়সঙ্গতভাবে হবে। বিচার তার নিজেস্ব গতিতে চলবে। আমরা চাচ্ছি, বিচারটা দ্রুত হোক। তবে এটি নিয়ে যেন কোনো অন্যায় না হয়।’
তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা আগের থেকে অনেক ভালো। পুলিশ বাহিনী সঠিকভাবে কাজ করছে।’
জাতীয় নির্বাচন বিষয়ে শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টার বক্তব্যে বিষয়টি নিশ্চিত যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে।’
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, ‘আশা করছি, আমরা ন্যায়বিচার দেখতে পাব। ন্যায়বিচার যত দ্রুত বিচারিক কাজটি করা যায়, সেটি করেছি। কেবিনেট এটি নিয়ে আইন প্রয়োজনীয় সংস্কার করেছে। আমরা আশা করছি, এ ক্ষেত্রে ন্যায় বিচার হবে।’
প্রেস সচিব বলেন, ‘মফস্বল সাংবাদিকতার মান উন্নয়ন করতে গেলে তাদের আর্থিক বিষয়টিতে কর্তৃপক্ষের দৃষ্টি দিতে হবে।’
মতবিনিময়কালে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন