নরসিংদীর পলাশে মালবাহী ট্রাকচাপায় সুনীল চন্দ্র সরকার (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুরে ঘোড়াশাল সেতুর সিএনজি স্ট্যান্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সুনীল চন্দ্র সরকার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দালান বাজার এলাকার মুলগাঁও গ্রামের মৃত তেজেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুর সাড়ে বারোটায় কালীগঞ্জ থেকে সাইকেল চালিয়ে ঘোড়াশাল সেতুর পূর্ব পাশে পৌঁছেন সুনীল চন্দ্র সরকার। এ সময় তিনি সিএনজি স্ট্যান্ডের সামনের সড়কে দাঁড়িয়ে ছিলেন। পরে পিছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।
অবস্থা সংকটাপন্ন দেখে চিকিৎসক দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এদিকে সুনীলকে ঢাকায় নেওয়ার জন্য হাসপাতালের সামনে এম্বুলেন্সের জন্য অপেক্ষারত অবস্থায় তার মৃত্যু হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউসুফ মিয়া জানান, নিহত সুনীল চন্দ্র সরকারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। মালবাহী ট্রাক জব্দ ও চালক নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।