ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫

বেনাপোলে ৬০ লাখ ৪৫ হাজার টাকার ভায়াগ্রা পাউডার উদ্ধার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৪:৩৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

যশোর বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২০১ কেজি ৫০০ গ্রাম ভায়াগ্রা পাউডারের চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি তারা।

শনিবার (১৭ মে) দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

যশোর ৪৯ বিজিবি’র এর প্রেসনোটে  জানানো হয়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি’র যশোর ব্যাটালিয়নের টহলদল বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে পাকা রাস্তার ওপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালীন এস-এ পরিবহনে পাঠানোর উদ্দেশ্যে ভ্যান যোগে চোরাকারবারীরা কয়েকটা বস্তাভর্তি মালামাল নিয়ে আসে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তাভর্তি মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিজিবির টহলদল ২০১ কেজি ৫০০ গ্রাম ওজনের ভায়াগ্রা পাউডার (সিলডেনাফিল সাইট্রেট) আটক করে।

আটককৃত ভায়াগ্রার সিজার মূল্য ৬০ লাখ ৪৫ হাজার টাকা।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।