রাজধানীর মতিঝিল শাহাজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি তৃতীয় তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়েছে, শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ১৭মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান। এবং ৬ টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহত বা আহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।