ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫

টসে জিতে ফিল্ডিংয়ে আরব আমিরাত, ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৮:৪৬ পিএম
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। টস জিতে তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে টস হেরে ব্যাট করতে নামবে বাংলাদেশ দল।

আজকের ম্যাচটি বাংলাদেশ দলের জন্য একটি নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে। এই খেলার মাধ্যমেই টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন লিটন দাস। 

বাংলাদেশ দল এই ম্যাচে তিনজন পেসার ও দুইজন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। স্পিনার হিসেবে থাকছেন শেখ মেহেদী হাসান এবং তানভীর ইসলাম। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব।

দলের ব্যাটিং লাইনআপে ওপেনিং জুটিতে দেখা যাবে নতুন মুখ। সৌম্য সরকারকে বাদ দিয়ে আজ ইনিংসের সূচনা করবেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন।

ঘরের মাঠে সংযুক্ত আরব আমিরাতও বেশ শক্তিশালী প্রতিপক্ষ। দলের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তাই বাংলাদেশের জন্য এই ম্যাচটি সহজ হবে না।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হচ্ছে এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলাটি।

একনজরে দুই দলের একাদশ

সংযুক্ত আরব আমিরাত: মোহাম্মদ জোহাইব, আলিশান শারাফু, মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আসিফ খান, রাহুল চোপড়া, ধ্রুব পারাসার, হায়দার আলী, মোহাম্মদ জাওয়াদ উল্লাহ, মোহাম্মদ জুহাইব, মতি উল্লাহ, সঞ্চিত শর্মা।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।