ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫

নাটোরে পুলিশ পরিচয়ে পানচাষির পৌনে দুই লাখ টাকা ছিনতাই

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৯:১০ পিএম
ছবি : সংগৃহীত

পুলিশের পরিচয় দিয়ে নাটোরের চাঁদপুরে এক পানচাষির কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার চাঁদপুর আব্দুস সালামের ইটভাটার কাছে এই ঘটনা ঘটে।

রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের পানচাষি আবুল হোসেন (৩২) ও একই গ্রামের বেল্লাল (৫৫) এই ছিনতাইয়ের শিকার হয়েছেন।

ক্ষতিগ্রস্ত পানচাষি আবুল হোসেন জানান, সকালে তাঁরা পুঠিয়া থেকে দত্তপাড়া মোকামে পান নিয়ে আসেন। সেখানে ১ লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করে লেগুনায় করে বাড়ি ফেরার পথে বনবেলঘড়িয়া বাইপাসের অদূরে চাঁদপুর এলাকায় পৌঁছালে দুজন লোক মোটরসাইকেলে এসে তাঁদের লেগুনার গতিরোধ করে।

ওই সময় নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকারীরা তাঁদের বুকে পিস্তল ঠেকায় এবং সঙ্গে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা কেড়ে নেয়। এরপর তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। 

পাশে বসা পান ব্যবসায়ী বেল্লাল জানান, তিনি পালানোর সময় এক ছিনতাইকারীর ছবি তুলে রেখেছেন।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান এই বিষয়ে বলেন, ‘আমরা ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। তবে এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাব।’