বগুড়ায় চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। অনেকেই জানাচ্ছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। অনেকের প্রশ্ন সেই ব্যাক্তি কি বেঁচে আছেন?
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যক্তির নাম মতিউর রহমান (৪০)। নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামে তার বাড়ি।
জানা গেছে, তিনি বেঁচে আছেন। তবে তিনি ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
তবে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মতিউরের পরিবারের সদস্যরা।
জানা যায়, আদমদিঘীর নশরৎপুর স্টেশনে বগুড়া থেকে সান্তাহার অভিমুখী কমিউটার ট্রেন থেকে ওই ব্যক্তিকে ফেলে দেওয়া হয়। ঘটনাটি রোববার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটে।
ওই ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী মতিউর রহমানের ছেলে আহসান হাবিব বলেন, ট্রেনের নিচে পড়লেও বাবা কোনোরকম প্রাণে বেঁচে যান।
তিনি আরও বলেন, বাবাকে কোনোরকম সেখান থেকে উদ্ধার করে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।
ওই ব্যাক্তিকে ‘চোর-ছিনতাইকারী’ বলে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল।
এ বিষয়ে মতিউর রহমানের ছেলে হাবিব বলেন, ‘আমার বাবা তো ছিনতাইকারী না। তিনি বৈধ পথে ব্যবসা করে আসছিলেন। আমি এ ঘটনার বিচার চাই।’