ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫

আলোক হেলথকেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প ২১ মে

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৫:১৩ পিএম
আলোক হেলথকেয়ার। ছবি-সংগৃহীত

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আগামী ২১ মে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আলোক হেলথকেয়ার।

সোমবার (১৯ মে) আলোক হেলথকেয়ার লিমিটেড থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো  হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবকল্যাণে আলোক হেলথকেয়ার আরও একধাপ এগিয়ে। সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় আলোক হেলথকেয়ারের পক্ষ থেকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

আগামী বুধবার (২১ মে) মিরপুর ৬ এর আলোক হাসপাতালে সকাল ৮টা-দুপুর ১ টা পর্যন্ত ক্যাম্পে রোগী দেখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।