শনিবার, ২৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৪:৫৮ পিএম

চাল বিতরণে ঘুষ খাওয়ায় পদ হারালেন ৩ বিএনপি নেতা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৪:৫৮ পিএম

চাল বিতরণে ঘুষ খাওয়ায় পদ হারালেন ৩ বিএনপি নেতা

ভিজিডি কার্ডের চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে ‘বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায় নারী এবং হতদরিদ্রদের’ জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার (২৪ মে) দুপুরে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন। 

বহিষ্কৃতরা হলেন-পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান রিপন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া এবং যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান বাবু মিয়া।

স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণের সময় প্রত্যেকের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হয়। এই ঘটনার একটি ভিডিও বুধবার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে জনমনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। 

ঘটনাটি জেলা বিএনপির সভাপতি এবং সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরিদুল কবির তালুকদার শামীম এর দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। 

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অপসারণ করা হয়। 

এ বিষয়ে মো. ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, দলীয় শৃঙ্খলা ও নীতিমালার বাইরে গিয়ে যারা অনিয়ম করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষায় এ ধরনের অন্যায়ের কোনো স্থান নেই।

রূপালী বাংলাদেশ

Link copied!