টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুড়িপাড়া এলাকায় ছাগলের টিকি পাহাড়ে রাস্তার পাশে দুইদিন আগে নিখোঁজ হওয়া অটোচালক রুহুল আমিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৮টায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুড়িপাড়া ঈদগা মাঠের পশ্চিম পাশে অবস্থিত ছাগলাটেকি নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রুহুল আমিন উপজেলার ২ নং ঘাটাইল ইউনিয়নের নিয়ামতপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।
এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রুহুল আমিন গত মঙ্গলবার বাড়ি থেকে বের হন এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সন্ধায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুড়িপাড়া ঈদগা মাঠের পশ্চিমে অবস্থিত ছাগলাটেকি নামক স্থানের ঝোপঝাড়ের পাশে নির্জন স্থানে স্থানীয়রা মরদেহটি দেখে ঘাটাইল থানা পুলিশকে খবর দেয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশা চুরি করে তাকে হত্যা করে পালিয়ে গেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন