ঈদগাহ মাঠসহ এলাকায় আধিপত্ত বিস্তার নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত গাজ্জালী মুন্সী (৪৫) নামের একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত গাজ্জালী মধ্য পুংগলী গ্রামের মৃত রমজান মুন্সীর ছেলে। সে হাজী গোষ্ঠী পক্ষের লোক ছিল বলে দাবি করেছে হাজী গোষ্ঠী লোকজন।
স্থানীয়রা জানান, ঈদগাহ মাঠে সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করাসহ বিভিন্ন বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামের হাজী গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল।
এই বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রাজশাহী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গাজ্জালি মুন্সির অবস্থার অবনতি হলে শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।
ফরিদপুর থানার (ওসি) শাকিউল আজম বলেন, সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে উভয় পক্ষ থানায় পৃথক দুইটি মামলা করলে পুলিশ কুদরত এ খুদা ও ধলা নামের দুইজনকে গ্রেপ্তার করে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন