ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে এবং চিকিৎসা চলমান রয়েছে।
ঘটনা ঘটে শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, নির্বাচনি প্রচারণার সময় বাইকযোগে আসা একদল দুর্বৃত্ত ওসমান হাদিকে লক্ষ করে গুলি চালায়।
এ ঘটনায় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এই মুহূর্তে সবকিছুর আগে একটাই কামনা যে, তিনি বেঁচে থাকুন এবং দ্রুত ও নিরাপদ চিকিৎসা পান। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই। তাই অনুমান বা রাজনৈতিক দোষারোপে যাওয়ার আগে সংযত থাকা জরুরি।
তবে রাষ্ট্রের হাতে সময় নেই। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিত ও স্পষ্টভাবে জানাতে হবে। তদন্তের নামে গড়িমসি বা বিষয়টি ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই।’
এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন