৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘বিপ্লবীদের শেষ করা যায় না।’ তিনি হামলার নিন্দা জানিয়ে হাদির দ্রুত সুস্থতা কামনা করেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলে তিনি।
ফারুকী তার পোস্টে লেখেন, ‘সম্প্রতি ওসমান হাদি বিদেশি নম্বর থেকে একাধিকবার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। এই পরিস্থিতির মধ্যেই আজ হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না—ঘটনাটি কারা ঘটিয়েছে। তবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও লেখেন, ‘গেট ওয়েল সুন, হাদি। গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনায়। ওরা জানে না—বিপ্লবীদের শেষ করা যায় না।’
গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা হাদিকে উদ্ধার করে হাসপাতালে নেন। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ বলেন, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলি বিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় আছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং কারা জড়িত থাকতে পারে তা যাচাই করা হচ্ছে।
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি তুলেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন