শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০১:২২ পিএম

রাতের আঁধারে মাইজভান্ডারির মাজার ভেঙ্গে মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০১:২২ পিএম

৪৫ বছরের পুরনো মাজার ভেঙ্গে, নির্মাণ সামগ্রী লুটপাট করা হয়েছে।  ছবি- রূপালী বাংলাদেশ

৪৫ বছরের পুরনো মাজার ভেঙ্গে, নির্মাণ সামগ্রী লুটপাট করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২০ নং সেক্টরে মাইজভান্ডারি অনুসারী সৈয়দ শফিউদ্দিন ও তার স্ত্রীর কবরসহ ৪৫ বছরের পুরনো মাজার ভেঙ্গে, নির্মাণ সামগ্রী লুটপাট করা হয়েছে। একই সময়ে কবর থেকে লাশ তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে।

মরহুম সৈয়দ শফিউদ্দিন মাইজভান্ডারির ছেলে ফজর আলী জানিয়েছেন, তার বাবা ১৯৮০ সালে মারা গেলে গোবিন্দপুর গ্রামের বর্তমান পূর্বাচল ২০ নং সেক্টরে দাফন করা হয়। সৈয়দ শফিউদ্দিন জীবদ্দশায় স্থানীয় একটি মসজিদে ১৯ বছর ইমামতি করেছেন এবং কুরআনে হাফেজ ছিলেন। তিনি সুফীবাদী ধর্মচিন্তক হিসেবে পরিচিত। তাই তার কবরকে মাজার হিসেবে রাখতে ৩০ শতক জমি ওয়াকফ করা হয়েছিল।

ফজর আলী বলেন, একটি মহল মাজারের জমি ও কবর দখলের চেষ্টা করছিল। এর ধারাবাহিকতায় গত রাতের ঘটনায় দূর্বৃত্তরা মাজার ভেঙে মালামাল লুটপাট করেছে। কবর খুঁড়ে দেখে মনে হচ্ছে, তারা লাশ তুলে নেওয়ার চেষ্টা করেছিল।

মরহুম পীর শফিউদ্দিনের পরিবারের সদস্য এডভোকেট শাহ্ আলম অভি বলেন, রাতের আধারে পূর্বাচলের ৪৬ বছরের পুরনো মাজার ভাঙচুর করা হয়েছে। মাজারের বাউন্ডারি ওয়াল, সীমানা প্রাচীর, ২২টি গাছ, কালেমা খচিত চারটি নিশানসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী লুটপাট করা হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা।

শাহ্ আলম অভি আরও জানিয়েছেন, তারা ধারণা করছেন যে মাজারের জমি স্থানান্তর করে পাশ্ববর্তী একটি অবৈধভাবে গড়ে ওঠা মাদ্রসার মালিক এই ঘটনায় জড়িত থাকতে পারেন। তিনি রূপগঞ্জ থানায় জিডি করেন এবং এসআই হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যবস্থার আশ্বাস দেন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, সাধারণ ডায়েরি সূত্রে ঘটনার তদন্ত চলছে এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!