ভাগ্য খুলেছে এক জেলের। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জেলের জালে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে মাছটি বিক্রি হয়েছে ২৬ হাজার ৫০০ টাকায়।
রোববার (২৫ মে) বিকেলে উপজেলার চর বগুলা গ্রামের আশ্রাফ মাঝির জালে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি দেখতে ছুটে আসেন উৎসুক জনতা।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আশ্রাফ মাঝি প্রতিদিনের মতো ওইদিন সকালে মেঘনা নদীতে মাছ ধরতে গেলে তার জালে বিশাল এই মাছটি ধরা পড়ে। পরে চর বগুলা ঘাটের মনির মেম্বারের গদিতে মাছটি নিলামে তোলা হয়। তখন এক ব্যবসায়ী ১ হাজার ৬০ টাকা টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
আশ্রাফ মাঝি বলেন, ‘জেলেদের নিয়ে আমি বিকেলে মেঘনায় মাছ ধরতে যাই। সেখানে আগে থেকে নদীতে পাতানো জাল তুলতে গিয়ে বিশাল একটি কোরাল মাছ দেখতে পাই। পরে মাছটি তীরে নিয়ে আসি।’
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ বলেন, নদী ও সাগরে নানা প্রজাতির মাছ পাওয়া যায়। তবে সবসময় এত বড় মাছ ধরা পড়ে না। সরকারের সফল মাছ ধরার কার্যক্রম বাস্তবায়নের কারণেই এখন জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়ছে।
আপনার মতামত লিখুন :