কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ মো. ইকরাম (২৯) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ মে) রাত ১১টা ৩০ মিনিটের দিকে উখিয়া থেকে টেকনাফগামী এক মাদক পাচারকারীর থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
বিজিবি সূত্রে জানা যায়, রাত ১১টা ৩০ মিনিটের দিকে উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম করার সময় থামানোর সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। বাঁশের আঘাতে মোটরসাইকেলটি পড়ে যায় এবং ধরা পড়েন ইকরাম। এ সময় ইকরামের কাঁধে থাকা ব্যাগে বায়ুরোধী প্যাকেটে মোড়ানো এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে বিজিবি।
আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকরাম জানায়, টাকার বিনিময়ে পাচারের জন্য এ ইয়াবা বহন করছিল সে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ইকরামকে জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :