২০২৫ সালের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করলেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই-এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।
কলকাতায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান এখন আর ভারতের প্রতিদ্বন্দ্বী নয়।
গাঙ্গুলি জানান, ভারত-পাকিস্তান ম্যাচের প্রথম ১৫ ওভার দেখার পরেই তিনি চ্যানেল পরিবর্তন করে ম্যানচেস্টার ডার্বি দেখতে শুরু করেন। কারণ হিসেবে তিনি বলেন, 'পাকিস্তান এখন আর প্রতিদ্বন্দ্বী দল নয়।
আমি বরং ভারতকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা আফগানিস্তানের বিপক্ষে দেখতে চাইব, পাকিস্তানের সঙ্গে নয়।'
গাঙ্গুলি বলেন, 'আমরা পাকিস্তানকে ভাবি ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, সাঈদ আনোয়ার বা জাভেদ মিয়াঁদাদের দল হিসেবে।
কিন্তু আধুনিক পাকিস্তান সে রকম নয়—এটা আক্ষরিক অর্থেই আকাশ-পাতাল পার্থক্য। সম্মান রেখেই বলছি, পাকিস্তান এখন আর ভারতের সমকক্ষ নয়।'
গাঙ্গুলি আরও বলেন, বর্তমান ভারতীয় দল থেকে বিরাট কোহলি আর রোহিত শর্মা বাদ থাকলেও তারা সহজেই জয় পাচ্ছে। তিনি মনে করেন, পাকিস্তানসহ এশিয়া কাপের বেশিরভাগ দলের তুলনায় ভারত এখন অনেক বেশি শক্তিশালী।
ম্যাচ শেষে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে করমর্দন না হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৌরভ গাঙ্গুলি সরাসরি কোনো মন্তব্য করেননি।
তিনি বলেন, 'এটা নিয়ে সূর্যকুমার যাদবই ভালো বলতে পারবে। আমি তো দূরে আছি, নিজের ব্র্যান্ড লঞ্চিং নিয়ে ব্যস্ত। সূর্যকুমার ইতোমধ্যেই নিজের অবস্থান জানিয়েছে।'
সন্ত্রাস প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, 'সবচেয়ে জরুরি হলো—সন্ত্রাস বন্ধ হোক। শুধু ভারত-পাকিস্তান নয়, গোটা বিশ্বেই। তবে খেলাধুলা থেমে যেতে পারে না।'

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন