ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টা দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার করাতি বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাতুল (১৪), আরেক ভাই অতুল এবং তাদের বাবা আমজাদ (৪০)। তারা মাইক্রোবাসযোগে ঢাকা থেকে শেরপুর যাচ্ছিলেন।
বাসাইল থানার ওসি জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় তিনজন নিহত হন এবং আহত হয় আরও তিনজন। ট্রাক ও মাইক্রোবাস আটক করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন