প্রায় ১৭ বছর কারাবন্দি থাকার পর এবারে নিজের গ্রামের বাড়িতে ঈদুল আজহা উদযাপন করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
কারামুক্তির পর এটি তার প্রথম ঈদ, যা তিনি কাটালেন নেত্রকোনার মদন উপজেলার ভাদেরা গ্রামে।
শনিবার (৭ জুন) বাবরের ব্যক্তিগত সচিব মির্জা হায়দার আলী জানান, ভাদেরা গ্রামের ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেন লুৎফুজ্জামান বাবর।
তিনি আরও বলেন, নামাজ শেষে তিনি আত্মীয়স্বজন ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দিনেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, ‘১৭ বছর কারাভোগের পর নেতা-কর্মীদের মাঝে ফিরে বাবর সাহেব এবার গ্রামের বাড়িতে ঈদ করছেন—এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।’
উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে ধানের শীষ প্রতীকে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে পুনরায় নির্বাচিত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০০৭ সালের ২৮ মে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে একাধিক মামলায় সাজা হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে তিনি একে একে খালাস পান এবং চলতি বছরের ১৬ জানুয়ারি কারামুক্ত হন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন