ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় দুই শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার মুন্সিপাড়া বিওপির কড়ইগড়া সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশ ইন হওয়া ৯ জনের মধ্যে ৮ জনের বাড়ি বাগেরহাট জেলায় এবং একজনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। তারা সবাই গত আট বছর ধরে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করছিলেন।
নেত্রকোণার ৩১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিইও) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার সকালে ভারতের মেঘালয়ের শিবগঞ্জ পুলিশ তাদের আটক করে। পরে রাতের আঁধারে সীমান্ত দিয়ে পুশ ইন করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে স্থানীয় একটি মাদরাসায় হেফাজতে রেখেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন