গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সুদের টাকা পরিশোধ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বংকুরা গ্রামের রিয়াজুলের কাছ থেকে মাঝবাড়ি গ্রামের ফারুক সুদের ওপর টাকা ধার নেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় দুজনের মধ্যে বচসা শুরু হয়।
একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত রূপ নেয় এবং দুই গ্রামের মানুষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষের খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর পরিস্থিতি শান্ত হয়।
পুলিশ জানায়, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন