কুষ্টিয়ায় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম রুপল (৩২) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের লাহিনী বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাহিদুল ইসলাম রুপল কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি কুষ্টিয়া শহরের মোল্লাতে ঘরিয়া এলাকার আইয়ুব আলীর ছেলে।
জানা গেছে, নাহিদুল ইসলাম রুপল কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় বালু বোঝাই ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে তিনি নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন