বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৯:১৩ পিএম

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৯:১৩ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস পরীক্ষার সম্পূরক ফলাফল প্রকাশ করেছে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

পিএসসি জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ অক্টোবর ২০২৫ তারিখের এস.আর.ও. নং-৪২৯-আইন/২০২৫ অনুযায়ী সংশোধিত বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা- ২০১৪ অনুসারে এই ফলাফল প্রস্তুত করা হয়েছে। এই বিধিমালার ১৭(২)(গ) এবং ১৭(৩) উপবিধির আওতায় সরকারি কর্ম কমিশন সম্পূরক ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়।

৪৪তম বিসিএস পরীক্ষার মূল ফলাফল ঘোষণা করা হয়েছিল চলতি বছরের ৩০ জুন। পরে কমিশনের কাছে তথ্য আসে যে, ৩০৩ জন প্রার্থী ইতোমধ্যে অন্য বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োজিত আছেন এবং তারা লিখিতভাবে জানিয়েছেন, নতুন করে তাদের পূর্ববর্তী বা নিম্নতর কোনো ক্যাডার পদে যোগদানের আগ্রহ নেই।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত ৩০৩ জনের মধ্যে ২৬০ জন প্রার্থীর মনোনয়ন সুপারিশ স্থগিত রাখা হয়েছে, কারণ তারা বর্তমানে যেই পদে কর্মরত সেটিই তাদের পছন্দের বা তদূর্ধ্ব পর্যায়ের। অন্যদিকে, ৪৩ জন প্রার্থীকে তাদের পছন্দক্রম অনুযায়ী উচ্চতর ক্যাডার পদে সাময়িক মনোনয়ন প্রদান করা হয়েছে।

এই প্রক্রিয়ার ফলে কিছু পদ শূন্য হওয়ায়, কমিশন নতুন করে ২৫৭ জন প্রার্থীকে মেধাক্রম অনুযায়ী মনোনয়ন দিয়েছে। এভাবে ১,৭১০টি বিজ্ঞাপিত পদের বিপরীতে ১,৬৮১টি পদে নতুনভাবে সাময়িক নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বিএড ও এমএড সনদ না থাকায় পাঁচজন প্রার্থীর প্রভাষক (টিচার্স ট্রেনিং কলেজ) পদে পূর্ববর্তী মনোনয়ন বাতিল করা হয়েছে। তাদের রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো-১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮ ও ১৩০০৫৮৬৯।

পিএসসি জানায়, শূন্যপদে প্রার্থী নির্বাচনের সময় সংশোধিত বিধির সব নিয়ম মেনে মেধাক্রম, কোটা ও যোগ্যতা বিবেচনা করে সম্পূরক ফল তৈরি করা হয়েছে। ফলে নতুনভাবে মনোনীত প্রার্থীরা পূর্বের ফলাফলের সঙ্গে সমন্বিত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিশনের কর্মকর্তারা জানান, এই সম্পূরক ফল প্রকাশের মাধ্যমে ৪৪তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। এখন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো প্রার্থীদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবে।

অন্যদিকে, যেসব পদে উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি, সেসব শূন্য পদ ভবিষ্যতের বিসিএস পরীক্ষার মাধ্যমে পূরণ করা হবে বলে পিএসসি জানিয়েছে।

Link copied!