দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর বাজার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (৯ জুলাই) বেলা ১১টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নামবিহীন জিআই তার তৈরির কারখানা ও ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে মাসে প্রায় সাড়ে ৭ লাখ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাসের জিনজিরা শাখার ঢাকা মেট্রো বিক্রয় বিভাগ (মেঢাবিবি-২)-এর কর্মকর্তারাও অভিযানে উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন বলেন, ‘দোলেশ্বর বাজার এলাকার ২১/১ হোল্ডিংয়ের পাশের জমিতে সাইনবোর্ডবিহীন একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ চালু ছিল। বিষয়টি নিশ্চিত হয়ে কারখানার সার্ভিস লাইন সোর্স পয়েন্ট থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে পাশের একটি ওয়াশিং কারখানার সংযোগও বিচ্ছিন্ন করা হয়।’
তিনি আরও জানান, জিআই তারের কারখানাটি আবাসিক এলাকায় পরিচালিত হওয়ায় তা পরিবেশ দূষণও করছিল। মালিকদের কোনো সন্ধান না পাওয়ায় তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া যায়নি। তবে থানা পুলিশকে মালিকদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, মিজান, মনির ও সবুজ নামের তিন ভাই দীর্ঘদিন ধরে জিআই তার তৈরির কারখানা পরিচালনা করে আসছিলেন। তাদের কার্যক্রমের ফলে আশপাশের বাড়িগুলোতে ধোঁয়া ও অতিরিক্ত তাপের কারণে বসবাস করা কঠিন হয়ে পড়েছিল।
স্থানীয় বাসিন্দা মো. রিপন অভিযোগ করে বলেন, ‘কারখানার ধোঁয়া ও তাপের কারণে আমাদের বাড়ির কয়েকটি ফ্লোর খালি রাখতে হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে ভুগছিলাম। পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেও জানিয়েছি।’
তিনি কারখানা উচ্ছেদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান চালিয়ে আবাসিক এলাকায় এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানান।
আপনার মতামত লিখুন :