বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই বাস্তবতা যে-কেউ বুঝতে না পারলে রাজনীতি করা কঠিন হবে। বিএনপির পক্ষ থেকেও এটি উপলব্ধি করা জরুরি, নইলে ভবিষ্যতের পথচলা কঠিন হয়ে পড়বে।’
রোববার (১৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের এলজিইডি ভবনে প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।
আমীর খসরু বলেন, ‘অনেকেই জিয়াউর রহমানের ছবি পদদলিত করেছে। এটি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এখন সময় এসেছে সহনশীল রাজনীতির। দ্বিমত থাকলেও একজন নেতার প্রতি সম্মান জানাতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঢাকায় ১০ জন বসে দেশের ভাগ্য নির্ধারণ করতে পারে না। এখন শুধু সরকার নয়, রাজনৈতিক সংস্কৃতিও প্রয়োজন। কোনো কমিশন জনগণের মনের কথা বুঝবে না, তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে হবে।’
সরকারের নানা চাপের প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, ‘তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে নানা কিছু ঘটলেও আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি না। আমাদের রাজনীতি হবে সহনশীল। কারণ দেশের জনগণই তাদের জবাব দেবে।’
আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘নোমান ভাই কর্মীবান্ধব ও সাহসী নেতা ছিলেন। চট্টগ্রাম থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। ভয় উপেক্ষা করে আন্দোলনে সক্রিয় থেকেছেন। এখন এমন নেতা দুর্লভ হয়ে গেছে।’
সভার সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিমুর রহমান। সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মাহবুবের রহমান শামীম ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আপনার মতামত লিখুন :