বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০১:৩৮ পিএম

গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০১:৩৮ পিএম

জুলাই গণহত্যার বিচার ও ছাত্র অধিকার প্রতিষ্ঠার দাবিতে কিশোরগঞ্জে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছবি- রূপালী বাংলাদেশ

জুলাই গণহত্যার বিচার ও ছাত্র অধিকার প্রতিষ্ঠার দাবিতে কিশোরগঞ্জে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছবি- রূপালী বাংলাদেশ

জুলাই গণহত্যার বিচার ও ছাত্র অধিকার প্রতিষ্ঠার দাবিতে কিশোরগঞ্জে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদী মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

‘জুলাই দ্রোহ’ শীর্ষক এই কর্মসূচির নেতৃত্ব দেন জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন। এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, বাইতুলমাল সম্পাদক আবু আহমেদ, অফিস সম্পাদক মোজাহিদ বিল্লাহ, ছাত্র আন্দোলন সম্পাদক এইচ এম ফরহাদ ভূঁইয়া, গুরুদয়াল সরকারি কলেজ শাখার সভাপতি এমদাদুল হকসহ বিভিন্ন উপজেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি হাসান আল মামুন বলেন, ‘জুলাই সনদ ও গণহত্যার বিচার শুধু অতীতের দায়বদ্ধতা নয়, এটি গণতন্ত্র প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অবিলম্বে এর বিচার বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন জরুরি। কারণ, ছাত্রসমাজের অধিকার আদায়ে নির্বাচিত নেতৃত্ব অপরিহার্য। আজকের বাংলাদেশে আবারও নতুন করে চাঁদাবাজির সংস্কৃতি মাথাচাড়া দিচ্ছে। এই চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

দেশপ্রেম নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের শিকড় দিল্লি নয়, পিন্ডি নয়, লন্ডনও নয়—আমাদের শিকড় ৫৬ হাজার বর্গমাইলের স্বাধীন বাংলাদেশেই। বর্তমানে একটি উদ্বেগজনক প্রবণতা হচ্ছে অপরাধ করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর রাজনীতি। এ অপসংস্কৃতি এখনই বন্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বচ্ছ, দায়বদ্ধ ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে।’

Shera Lather
Link copied!