ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের হৃদয়কে ‘গোপালগঞ্জে নিহত’ বলে ছাত্রলীগের প্রচার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৯:১৫ পিএম
গোপালগঞ্জের সহিংসতায় কিশোর জুলকারনাইন হৃদয়কে নিহতদের একজন হিসেবে অপপ্রচার চালাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ। ছবি- সংগৃহীত

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় নিহতদের একজন হিসেবে প্রচারিত কিশোর জুলকারনাইন হৃদয় নিজেই সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি জীবিত আছেন এবং বাড়িতেই রয়েছেন। তার ছবি ও পরিচয় বিকৃত করে নিষিদ্ধ ছাত্রলীগ ‘রমজান কাজী’ নামে ছড়িয়ে দিচ্ছে মিথ্যা তথ্য।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামের জুলকারনাইন হৃদয় (১৬) বলেন, ‘আমি বেঁচে আছি, বাড়িতে আছি। কিন্তু ছাত্রলীগ আমার ছবি ও পরিচয় বিকৃত করে ‘রমজান কাজী’ নামে গোপালগঞ্জে নিহত ছাত্রলীগ সদস্য হিসেবে অপপ্রচার চালাচ্ছে। এটি ভিত্তিহীন ও মানহানিকর।’

তিনি জানান, তার ছবি ব্যবহার করা হয়েছে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘আমার সন্তানকে কোথায় পাব’ শিরোনামের খবরে, যেখানে গোপালগঞ্জে সহিংসতায় নিহত চারজনের মধ্যে একজন হিসেবে তাকে দেখানো হয়েছে। কিন্তু ব্যবহৃত ছবিটি ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ভিডিও থেকে নেওয়া।

জুলকারনাইন বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, আমি একজন সাধারণ শিক্ষার্থী এবং একজন ‘জুলাইযোদ্ধা’। দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছি, আওয়ামী লীগের নামে চালিয়ে দেওয়ায় আমি ক্ষুব্ধ ও বিব্রত।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সাকিব বলেন, ‘হৃদয় ২০২৪ সালের রক্তক্ষয়ী আন্দোলনের একজন সাহসী যোদ্ধা। তার ছবি গোপালগঞ্জের সঙ্গে যুক্ত করা নিন্দনীয়। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধ হওয়া উচিত।’

হৃদয়ের বাবা আক্কাস আলী বলেন, ‘বুধবার হৃদয় বৃক্ষমেলা উপলক্ষে কামারখন্দ ইউএনও অফিসে একটি সভায় অংশ নিয়েছে। সে জীবিত ও নিরাপদে আছে। গোপালগঞ্জে সে কখনো যায়নি, নিহতও হয়নি। ছেলের ছবি অপব্যবহারের বিরুদ্ধে আমি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবাদ জানাচ্ছি।’