বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রূপগঞ্জ।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে প্রেসক্লাব মাঠে আয়োজিত এক প্রতিবাদ সভায় যুবদল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রতিবাদ সভার নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম নেতা আবু মোহাম্মদ মাসুম।
এ সময় তিনি বক্তব্য দিতে গিয়ে বলেনে, ‘যারা জিয়াউর রহমানের অবদান অস্বীকার করে, তারা কেবল ইতিহাস বিকৃত করছে না, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়েই ষড়যন্ত্রে লিপ্ত।’
তিনি আরও বলেন, ‘১৭ বছর ধরে নির্বাসিত তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে যারা তারা জানে, তারেক রহমান জনগণের ভালোবাসায় প্রতিষ্ঠিত নেতা। সেই ভয় থেকেই তারা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এবার চুপ করে থাকব না।’
আবু মোহাম্মদ মাসুম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যুবদল কোনো সংঘাতে আগ্রহী নয়। তবে চেতনায় আঘাত এলে যুবদল রুখে দাঁড়াতে জানে। তারেক রহমান ও জিয়াউর রহমান আমাদের অস্তিত্বের প্রতীক। তাদের বিরুদ্ধে অপপ্রচারের জবাব রাজপথেই দেওয়া হবে।’
সভায় আরও বলা হয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত ও এনসিপি মিলে নতুন ষড়যন্ত্রের নকশা করছে।
বক্তারা দাবি করে বলেন, ‘গত বছর গণআন্দোলনের নেতৃত্ব বিএনপির হাতেই ছিল, সেটি ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চলছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।’
সভায় উপস্থিত অন্যান্য নেতারা আগামী দিনে আরও বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণার আভাস দেন এবং সরকারের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন