সোমবার, ২১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ১১:২৪ পিএম

গোপালগঞ্জে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের অভিযোগ ভিত্তিহীন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ১১:২৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

গোপালগঞ্জে ময়নাতদন্ত না করে লাশ হস্তান্তরের অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য’ বলে দাবি করেছে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৬ জুলাই গোপালগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে এমন কিছু প্রতিবেদন বিভিন্ন সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নিহতদের স্বজনদের বক্তব্যের মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এসব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।’

ঘটনার প্রকৃত বিবরণ

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওইদিন ঘটনার পর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হলে নিহতের স্বজনেরা উত্তেজিত হয়ে উঠেন এবং একপর্যায়ে জোরপূর্বক লাশ নিয়ে যান।

পরবর্তীতে অন্য নিহতদের স্বজনরাও ময়নাতদন্ত করাতে অস্বীকৃতি জানান এবং হাসপাতালের কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে জোর করে মৃতদেহ নিয়ে চলে যান।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘ঘটনার সময় আশপাশে সংঘর্ষ চলছিল এবং হাসপাতাল চত্বরেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় এবং আহতদের চিকিৎসায় ব্যস্ত থাকার কারণে তাৎক্ষণিকভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পরে মোবাইল ফোন ও লিখিতভাবে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

হাসপাতালের অবস্থান

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ‘গোপালগঞ্জবাসীর স্বাস্থ্যসেবায় আমরা সর্বদা নিয়োজিত। আমরা বিশ্বাস করি, এই বিবৃতির মাধ্যমে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর হবে এবং পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা প্রতিষ্ঠিত হবে।’

Shera Lather
Link copied!