চট্টগ্রামে থানার ভেতর থেকে পুলিশের ব্যবহৃত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার দুই মাস পর পুলিশ সেটি উদ্ধার করার পর জানতে পারে, চুরিতে জড়িত রয়েছেন বাবা–ছেলে।
এ ঘটনায় রোববার (২০ জুলাই) বাবা মুসলিম মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ১৫০ সিসির পালসার মডেলের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
পলাতক আছেন ছেলে মিনহাজ উদ্দিন ফাহাদ ও তার বন্ধু মো. রিফাত।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার ভেতর থেকে এসআইদের ব্যবহার করা সরকারি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। গত মঙ্গলবার এটি এক ব্যক্তির কাছ থেকে পাওয়া যায়। তিনি দাবি করেছেন মোটরসাইকেলটি তিনি মুসলিম মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন।
মুসলিম মিয়াকে গ্রেপ্তারের পরে সিসিটিভি ফুটেজ দেখানো হলে তিনি জানান, তার ছেলে মিনহাজ উদ্দিন ফাহাদ ও বন্ধু মো. রিফাত মোটরসাইকেলটি চুরি করেছেন। আর বিক্রি করেছেন তিনি।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার এসআই সুমন বড়ুয়া শাপলা বলেন, ‘শুরুতে মুসলিম মিয়া বিভ্রান্তিকর তথ্য দেন। পরে তাকে সিসিটিভি ফুটেজ দেখানো হলে চুরির সঙ্গে জড়িত যুবকদের একজন তার ছেলে ও তার ছেলের বন্ধু বলে স্বীকার করেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার ছেলে ও তার ছেলের বন্ধুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
আপনার মতামত লিখুন :