বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০১:০৭ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৩ জেলের কারাদণ্ড

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০১:০৭ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনায় মাছ শিকার করায় অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করেছে জেলা মৎস্য বিভাগ। এ সময় শিকার করা ইলিশের পোনাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১ মণ মাছ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে ট্রলার মালিক রিপন মীরকে ১৫ দিন এবং বাকি ১২ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত বরগুনা সদর উপজেলার নলটোনা নামক এলাকার বিষখালী নদীর বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দন্ডিত জেলেরা হলেন- মোঃ পালাশ, মোঃ আউয়াল, মোঃ মনির, সাগর, ছগীর, মোঃ নুরুজ্জামান, রাকিব, রিপন মীর, রাজিব সিকদার, জয় বিশ্বাস, সুশীল চন্দ্র হাওলাদার, মাসুদ এবং ট্রলার মালিক রিপন সিকদার। এরা সবাই নলটোনা এলাকার বাসিন্দা।

বরগুনা জেলা মৎস্য কাযালয় সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর প্রথম দিন থেকেই বরগুনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিষখালী নদীতে একটি অভিযান পরিচালনা করা হয়।

গতকাল নলটোনা নামক এলাকা সংলগ্ন বিষখালী নদীতে জাল ফেলে ছোট ট্রলারের দিয়ে অসাধু জেলেদের মাছ ধরতে দেখা যায়। পরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের অপরাধে ১৩ জেলেকে আটক করা হয়।

জেলায় এখন পর্যন্ত বিভিন্ন অভিযানে ৫৪ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ১৮৭ কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযান নিষেধাজ্ঞার শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে।

জেলা মৎস্য কর্মকর্তা মহসীন বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। গতকাল রাতে নলটোনা এলাকায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করার সময় অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করা হয়। এসময় জব্দ করা ৪০ কেজি মাছ ৫টি এতিমখানায় বিতরণ করা হয়।   

বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত বলেন, পুলিশ সদস্যদের উপস্থিতিতে উপজেলা মৎস্য অফিসের সদস্যরা বিষখালী নদীতে একটি অভিযান পরিচালনা করেন। এ সময় মাছ শিকার করতে থাকা ১৩ জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আটক ১২ জেলেকে ৭ দিন এবং একজন ট্রলার মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় জব্দ হওয়া মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!