প্রবাসীদের জন্য ভোট নিবন্ধন ও অংশগ্রহণ সহজ করতে আগামী ১৬ নভেম্বর থেকে নির্বাচনী অ্যাপ উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, ‘অ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা ভোটের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। অ্যাপে থাকবে ডিজিটাল ব্যালট পেপার, যেখানে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ অপশন বেছে নিয়ে ভোট দিতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচন দেশের ইতিহাসে দৃষ্টান্তমূলক নির্বাচন হিসেবে প্রমাণ করতে চায় নির্বাচন কমিশন। এজন্য আগে থেকেই সুনির্দিষ্ট প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
এদিকে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। নির্বাচন কমিশনও আইনের বাইরে কোনো নির্দেশনা দেবে না।’
সিইসি বলেন, ‘দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীলতার অভাবই বর্তমান পরিস্থিতির মূল কারণ। আমাদের ‘রুল অব ল’—আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ‘রুল বাই ল’ অর্থাৎ শাসনের জন্য বানানো আইন নয়।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনকালীন দায়িত্ব যাই হোক না কেন, তা ন্যায়সংগত, আইনসম্মত, নিরপেক্ষ ও পেশাদারভাবে সম্পন্ন করতে হবে। ভোট বাক্স দখলের পর মাঠে গিয়ে কাজ করার সময় নয়, বরং আগে থেকেই প্রস্তুত থাকতে হবে।’
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সিইসি নাসির উদ্দিন বলেন, ‘শেখার কোনো শেষ নেই। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান সারাজীবনের কাজে লাগবে। অর্জিত অভিজ্ঞতা অন্যদের কাছেও ছড়িয়ে দিতে হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন