রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে কিয়েভ-নিয়ন্ত্রিত সন্ত্রাসী গোষ্ঠীর জন্য গুপ্তচরবৃত্তি ও অর্থায়নের অভিযোগে এক রুশ নাগরিককে আটক করেছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। সোমবার (২০ অক্টোবর) সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ওই ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
এফএসবি জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বয়স ৪০-এর শেষ দিকে। তিনি রুশ সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কিত সংবেদনশীল তথ্য ইউক্রেনের প্রধান গোয়েন্দা অধিদপ্তরের (এইচইউআর) তত্ত্বাবধানে পরিচালিত একটি ইউক্রেনপন্থি সন্ত্রাসী সংগঠনের কাছে সরবরাহ করতেন। একই সঙ্গে তিনি সেই সংগঠনকে আর্থিক সহায়তাও দিতেন বলে অভিযোগ।
তদন্তকারীদের দাবি, ওই ব্যক্তি ট্রান্স-সাইবেরিয়ান রেলপথের বিভিন্ন অংশে নজরদারি চালিয়ে সামরিক সরঞ্জাম পরিবহনের তথ্য বিদেশে পাঠাতেন।
এফএসবি প্রকাশিত একটি ভিডিওতে তাকে সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করতে দেখা গেছে। তিনি আরও স্বীকার করেছেন, যে সংগঠনের সঙ্গে তার যোগাযোগ ছিল সেটিকে ২০২১ সালেই রাশিয়ায় আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে।
যদিও সংস্থাটি অভিযুক্ত সংগঠনের নাম প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে, এটি ‘ন্যাশনাল-সোশ্যালিজম/ হোয়াইট পাওয়ার (এনএস/ডব্লিউপি)’ নামের নব্য-নাৎসি গোষ্ঠী হতে পারে। রাশিয়া ২০২১ সালে এই গোষ্ঠীকে কালো তালিকাভুক্ত করে। সংগঠনটি গত বছর ইউক্রেনের লভিভ শহরে অতি-জাতীয়তাবাদী রাজনীতিক ইরিনা ফারিয়ন হত্যার দায় স্বীকার করার পর আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসে।
রুশ কর্তৃপক্ষের অভিযোগ, এনএস/ডব্লিউপি গোষ্ঠী রাশিয়ার অভ্যন্তরে একাধিক হামলায় জড়িত ছিল, এর মধ্যে সামরিক নিয়োগ অফিসে অগ্নিসংযোগ এবং সরকারি কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা অন্যতম।
এফএসবি বলেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলা বর্তমানে তদন্তাধীন। রাশিয়ার নিরাপত্তা সংস্থা সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন-সমর্থিত গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজন নাগরিককে গ্রেপ্তার করেছে, যা মস্কো ও কিয়েভের মধ্যে চলমান দ্বন্দ্বকে আরও জটিল করে তুলছে।
সূত্র: আরটি
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন